আপডেট : ২৪ November ২০১৮
আসছে ৩০ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দহন’। সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে নির্মিত ছবিতে আবারো জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরী। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। প্রকাশের পর প্রশংসায় ভাসছে পুরো ‘দহন’ টিম। তরুণ নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় দ্বিতীয় ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নিয়ে দারুণ আশাবাদী চলচ্চিত্রপ্রেমীরাও। কারণ বৃহস্পতিবার ছবির ট্রেলারটি চমকে দিয়েছে সবাইকে। প্রশংসা করছেন ছবির গল্প নির্বাচন ও নির্মাণশৈলী নিয়ে। ট্রেলার দেখে অনেকেই আঁচ করতে পারছেন বাংলাদেশের ভয়ঙ্কর রাজনীতির দিকটি, যা বাস্তবসম্মতভাবে ‘দহন’-এর কাহিনিতে উঠে এসেছে বলে দাবি করেছেন এর পরিচালক। সে কারণেই বোদ্ধারা মনে করছেন, একটি চমৎকার চলচ্চিত্র দেখতে যাচ্ছে এদেশের দর্শক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১