বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

বগুড়া লেখক চক্র

সাহিত্যের চার শাখায় পুরস্কার ঘোষণা


বাংলাদেশের সাহিত্যাঙ্গনে আজকাল বিভিন্ন ছোটকাগজ সাহিত্যের বিভিন্ন শাখায় সম্মাননা ও পুরস্কার প্রদান করে চলেছে। পাশাপাশি বেশকিছু সংস্থাও সাহিত্য-সংস্কৃতি ও সমাজ উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানিয়ে চলেছে। স্বাধীনতা-উত্তর সত্তর ও আশির দশকে বিভিন্ন সংস্থা কর্তৃক পুরস্কার প্রদান বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী সময়ে তার অনেকগুলোই বন্ধ হয়ে যায়। বর্তমানে রাজধানীকেন্দ্রিক বিভিন্ন দৈনিক কাগজ ও ব্যাংকগুলোর যৌথ সমন্বয়ে সাহিত্যের নানা শাখায় পুরস্কারের প্রচলন ঘটেছে। এ ছাড়া ঢাকার বাইরে থেকে যে দুয়েকটি সংগঠন এ ধরনের পুরস্কার প্রদান অব্যাহত রেখেছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া লেখক চক্র ২০১৮ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি এ বছর ৪টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১৮’ প্রদান করছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় রাহেল রাজিব, গবেষণা সাহিত্যে হোসেনউদ্দীন হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় দৈনিক সমকাল, বগুড়া ব্যুরোপ্রধান মোহন আখন্দ।

আগামী ৭ ও ৮ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠেয় সংগঠনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কবি সম্মেলন’-এ পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট এবং সম্মাননাপত্র প্রদান করা হবে। কবি সম্মেলনের উদ্বোধন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি হাবীবুল্লাহ সিরাজী। ৎ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১