বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

অভ্যর্থনাময় জীবন শুরু

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ছবি : সংগৃহীত


বিয়ের পর দেশে ফিরে শুভেচ্ছা বার্তা গ্রহণ করেই সময় কাটছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। গত মঙ্গলবার বিয়ের পর স্বামীসহ প্রথমবার বাপের বাড়ি আসেন দীপিকা পাড়ুকোন। সেখানে গত বুধবার সন্ধ্যায় দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, এই অনুষ্ঠানে দীপিকাকে দেখে মুগ্ধ হন অতিথিরা। পুরো অনুষ্ঠানেই হাসিখুশি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই নায়িকা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রেড কার্পেটে হেঁটে দ্য লীলা প্যালেসে আসেন দীপ-বীর। ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন তারা দুজন। দীপিকা সেজেছিলেন সোনালি শাড়ির সঙ্গে ভারী গহনা, সিঁদুর ও চুড়ি দিয়ে। রণবীরের পরনে ছিল রোহিত বলের তৈরি করা শেরওয়ানি, সঙ্গে মানানসই জুতা।

দ্য লীলা প্যালেসের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দীপিকা পাড়ুকোনের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠরা। বিয়ের মতো এই রিসেপশন অনুষ্ঠানটি ছিল খুবই ছোট। আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল একেবারেই কম।

অনুষ্ঠানের খাবারের মেন্যু ছিল দারুণ আকর্ষণীয়। ডাবের পানি আর লেমনেড দিয়ে স্বাগত জানানো হয় আমন্ত্রিত অতিথিদের। খাবারের তালিকায় ছিল ভিয়েতনামিজ, ইতালিয়ান, চায়নিজ, সাউথ ইন্ডিয়ান আর থাই খাবারের সম্ভার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১