 
                        আপডেট : ২৪ November ২০১৮
 
                                
                                         চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর একেবারেই অন্যরকম একটি কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র প্রযোজনায় ‘মাদার অব হিউমিনিটি’ নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম বুলবুল। এই মিউজিক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান সাফল্যের কথা, তার কঠোর দৃঢ়তার কথা, উন্নয়নের কথা গানে গানে তুলে ধরা হয়েছে। আর এসব সাফল্যের কথা শাহনূরের মাধ্যমে এই মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে।  নির্মাণকাজ শেষে গতকাল সকাল ১১টায় রাজধানীর পল্টনের একটি ভবনে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন আহমেদ মানিক। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চিত্রনায়ক ফারুক।  অনুষ্ঠানে উপস্থিত সকলে ‘মাদার অব হিউমিনিটি’ মিউজিক ভিডিওটির ভূয়সী প্রশংসা করেন। নায়ক ফারুক বলেন, আমাদের শাহনূরকে এই মাদার অব হিউমিনিটি মিউজিক ভিডিওতে একেবারেই অন্য রকম লেগেছে। এটা তার অভিনয় জীবনের অন্যতম অর্জন বলেই আমি মনে করি। শাহনূর বলেন, আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এই দেশকে স্বাধীনের জন্য তিনি তার নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই গর্বিত মুক্তিযোদ্ধা বাবার সন্তান আমি। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমারও দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই মাদার অব হিউমিনিটিকে নিয়ে নির্মিত মিউজিক ভিডিওতে আমি স্বতঃপ্রণোদিত হয়েই কাজ করেছি। ধন্যবাদ জানাই পরিচালক রফিকুল ইসলাম বুলবুল ভাইকে, কারণ তিনি আমাকে এই কাজটি করার সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে এমন একটি কাজ আমাকে কতটা আনন্দ দিচ্ছে, গর্বিত করছে তা ভাষায় প্রকাশের নয়। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। ‘মাদার অব হিউমনিটি’ গানটি লিখেছেন রফিকুল ইসলাম বুলবুল এবং সুর সঙ্গীত করেছেন কাজী জামাল। গানটিতে কণ্ঠ দিয়েছেন জুয়েল, লাভলী শেখ, প্রমিয়া, ডেইজি ও তুহিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১