বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর যুবক নিহত

নিহত মোঃ আবদুর রহিম (৩০) ছবি : বাংলাদেশের খবর


দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা দিতে না পারায় এলোপাথাড়ী গুলিতে মোঃ আবদুর রহিম (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবক নিহত হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আফ্রিকার প্রিটোরিয়ার সেহানবাগ এলাকায় ওই ঘটনাটি ঘটে। নিহতের স্বজন আশ্রাফুকুজ্জামান মহন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শুক্রবার দেশের বাড়ীতে মৃত্যুর সংবাদ পৌছলে বাড়ীতে শুরু হয় শোকের মাতন।

নিহতের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে। সে ওই ইউনিয়নের দক্ষিন বীজবাগ গ্রামের মুন্সি বাড়ির আলী মুন্সির ছেলে।।  নিহত আবদুর রহিম ৪ ভাই ১ বোনের মধ্যে সে ৪র্থ।

স্থানীয় সুত্রে জানাগেছে, বড় দুই ভাইয়ের ব্যবসায় সহযোগীতা করতে ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান আবদুর রহিম। বৃহস্পতিবার দুপুরে একদল কৃঞ্চাঙ্গ সন্ত্রাসী দোকানে এসে মোটা অংকের চাঁদা দাবী করে। এ সময় সে চাঁদা দিতে অস্বীকার করলে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী এলোপাতাড়ী গুলি ছুড়লে আবদুর রহিম গুরুৃত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সুযোগে সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে অপর ভাইরা স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সংবাদ বাড়ীতে আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহজারী শোকের মাতম শুরু হয়। লাশ দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানাগেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১