বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৮

মনোনয়ন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন

মানচিত্রে টাঙ্গাইল সংগৃহীত ছবি


সখীপুরে মনোনয়ন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রকৌশলী আতাউল মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কিছু মনোনয়ন প্রত্যাশী সবুজ সংকেত পেয়েছেন বলে দাবি করলেও তা ভিত্তিহীন। এসব বলে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। এ সময় তিনি নিজের মনোনয়নের পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও দাবি করেন। শুক্রবার সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ নভেম্বর আতাউলের সমর্থকরা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এবং তার মনোনয়নের দাবিতে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে মানববন্ধনের চেষ্টা করলে অপর মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। সংবাদ সম্মেলনে তিনি ওই হামলারও নিন্দা জানান। আতাউল মাহমুদ গত ১০ বছর ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে আতাউল মাহমুদের স্ত্রী রুনা লায়লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরবেশ আলী, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, মহিলা ইউপি সদস্য রেনু বেগম, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাইদুর রহমান, মজিবর রহমান, ডুয়েট ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক আতিকুর রহমান নাহিদ, আহমেদ কামাল, কবি শাহআলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১