বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৮

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি সংরক্ষিত ছবি


আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির বৈঠক শেষে পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়। সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ ফেব্রুয়ারি সঙ্গীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা।

বিগত কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও আগামী বছর ওই দিন শুক্রবার থাকায় ২ ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। এবারো বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) আগের বছরগুলোর মতোই থাকছে। পরে নেওয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা।

নিয়ন্ত্রক উপ-কমিটির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১