বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০১৮

নড়াইল-২ আসনে মাশরাফিকে আ’লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের মিছিল

নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের মিছিল প্রতিনিধির পাঠানো ছবি


নড়াইল-২ আসনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকালে নড়াইলের লোহাগড়ায় এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ২০ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নের বিষয়টি নিশ্চিত করলে মাশরাফিভক্তসহ রাজনৈতিক মহলে বেশি তোলপাড়ের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল লোহাগড়া শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে নড়াইল সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম,এম রাশেদুল হাসান রাশেদ,মুন্সী হামীম, হোসেন শেখ,সুজন প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নড়াইল-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজাকে মনোনীত করায় নেত্রীকে অভিনন্দন। জননেত্রীর পছন্দের প্রার্থী মাশরাফিকে ৯০ভাগ ভোট প্রদান করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত করবার প্রতিশ্রুতি প্রদান করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১