আপডেট : ২২ November ২০১৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উদযাপন করেছে মালয়েশিয়া শাখা বিএনপি ও তার অঙ্গসংগঠন । গতকাল বুধবার কুয়ালালামপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে জন্মদিনটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ালিউল্লাহ জাহিদ। যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্ত্রীয় কমিটির সদস্য মির্জা খোকন। সভায় বক্তারা বলেন, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক।আগামী নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান দেশে গণতন্ত্র ফিরে আনবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন লিটন , ফয়জুল্লাহ হক, যুব দল সভাপতি জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রমজান আলী ,নাজমুল হাসান, আহমেদ সাগর প্রুমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১