বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০১৮

লাঞ্চের আগেই ইমরুলের বিদায়

ইমরুল কায়েস ছবি : ইন্টারনেট


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তবে এরপর ওপেনার ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে দাপুটে একটা সূচনা এনে দিয়েছেন মুমিনুল হক। ইতোমধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ হয়েছে।

তবে দলীয় শত রান পূর্ণ হওয়ার পরপরই আউট হয়ে যান ইমরুল কায়েস। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৩০ রান। এরপরই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৫ রান। তাই লাঞ্চের আগ মুহূর্তে ইমরুলের বিদায়টাই আঁফসোস থাকল বাংলাদেশের জন্য।

য়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠেলেও দলীয় শত রান পূর্ণ হওয়ার পরপরই আউট হয়ে যান ইমরুল কায়েস। এদিকে ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী মুমিনুল।

স্কোর : ১০৫ রান দুই ইউকেটের বিনিময়ে ২৬ ওভার ৫ বল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১