বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০১৮

ঢাবিতে বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার

ঢাবিতে বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিআরটিসি বাসের নিচ থেকে এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পার্ক করে রাখা বাসের নিচ থেকে উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী মো. শাহিন দুপুর ২টার দিকে কাপড়ে মোড়ানো একটি শিশু হাসপাতালে ভর্তি করেন। মো. শাহীন মিয়া বলেন, দুপুর ২টা থেকে আমার ডিউটি ছিল। আমি ডিউটিতে যোগ দেওয়ার পর এখানে ড্রাইভাররা বলল, কে যেন একটি শিশু ফেলে গেছে। এ কথা শুনে লাল ও হলুদ রঙের দুটি পুরনো কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পাই। শিশুটি নড়াচড়া করছিল। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জরুরি ভিত্তিতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে বলেন। সঙ্গে সঙ্গে নবজাতক এ কন্যা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কর্তব্যরত চিকিৎসকরা নবজাতক ওয়ার্ডে (২১১ নম্বর ওয়ার্ড) শিশুটিকে ভর্তি করেন। তারা জানিয়েছেন শিশুটির ওজন ১ কেজি। শিশুটির বয়স আনুমানিক এক দিন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চুু মিয়া জানান, শাহবাগ থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। শিশুটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১