বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০১৮

তিমির পেটে ৬ কেজি প্লাস্টিক!


সামুদ্রিক প্রাণীরা যে ভয়াবহ রকমের প্লাস্টিক দূষণের শিকার তার নমুনা আগেও অনেক দেখা গেছে। পেটভর্তি প্লাস্টিক নিয়ে ক্ষুধায় মরেছে সামুদ্রিক পাখিরা, খাবার ভেবে প্লাস্টিক খেয়ে মরেছে কচ্ছপসহ নানা জাতের মাছও। হাঙরের পেটেও পাওয়া গেছে স্তূপ স্তূপ প্লাস্টিক। সর্বভুক হাঙরের জন্য প্লাস্টিক খাওয়া স্বাভাবিক হলেও তিমির ক্ষেত্রে সেটি স্বাভাবিক নয়। কিন্তু সেই অস্বাভাবিক ঘটনায় ঘটছে এখন তিমিসহ আরো অনেক জাতের সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে।

গত সোমবার ইন্দোনেশিয়ার একটি ন্যাশনাল পার্কের সৈকতে ভেসে আসে একটি মৃত তিমি। কাপোতা দ্বীপের ওই সৈকতে যখন ৩১ ফুট দীর্ঘ এই মৃত তিমিটি আবিষ্কার করা হয় তখনই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ইন্দোনেশিয়ার (ডব্লিউডব্লিউএফ) কর্মীদের খবর দেওয়া হয়। তারা এসে সেটি উদ্ধারের সময় পেট কেটে অবাক বনে যান। অর্ধগলিত প্রাণীটির পেট থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে প্লাস্টিকের কাপ, বোতল, ব্যাগ, ডুবুরিদের ফ্লিপ-ফ্লপস, শক্ত প্লাস্টিকের টুকরা এবং প্লাস্টিকের সুতা। শেষ পর্যন্ত ডব্লিউডব্লিউএফের কর্মীরা তিমিটির শব থেকে ১১৫টি প্লাস্টিকের কাপ, ২৫টি প্লাস্টিকের ব্যাগ, তিন কেজির বেশি প্লাস্টিকের সুতা বের করে আনেন। সব মিলিয়ে তা দাঁড়ায় ৬ কেজিতে।

বিবিসির খবরে বলা হয়েছে, এই ঘটনা ইন্দোনেশিয়ার সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকের প্রকৃতির প্রতি অবিবেচনারই নিদর্শন। দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশই প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতন নয়। অহরহই তারা প্লাস্টিক দিয়ে সমুদ্র দূষণ করছে। এর মধ্যে চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও থাইল্যান্ড মিলে ৬০ শতাংশ প্লাস্টিক দূষণ ঘটিয়ে থাকে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১