আপডেট : ২১ November ২০১৮
টঙ্গীবাড়ি উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আবুল হোসেন শেখ (৪৭) নিহত হয়েছেন। আবুল হোসেন শেখ টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের কুন্ডেরবাজার গ্রামের মৃত নাজিম উদ্দিন শেখের ছেলে। আজ বুধবার ভোর ৪ টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পূর্ব সোনারং গ্রামের আলম শেখের বালুর মাঠে এ ঘটনা ঘটে। র্যাব-১১ নারায়নগনঞ্জের উপ পরিচালক মেজর আশিক বিল্লাহ জানান, রাত ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করতে টঙ্গিবাড়ি সোনারং যায়। সোনারং দেলবাড়ী মেইন রোডের পাশে আবুল হোসেন তার বাহিনীর ৪/৫ জন সদস্য নিয়ে মিটিং করছিল। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র্যাব ও পাল্টা গুলি চালায়। এ সময় আবুল হোসেন গুলিবিদ্ধ হয়। আবুল শেখকে টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এতে র্যাবের ২ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন ৫শত পিস ইয়াবা ট্যাবলেট সহ নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেন র্যাব ১১। টঙ্গীবাড়ি থানার ওসী তদন্ত আজিজুল হক হাওলাদার জানান, তার বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় ১৮টি ও সিরাজদিখান থানায় ১টি মাদকের মামলা আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১