বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০১৮

ভুয়া অ্যাকাউন্ট অপসারণ করছে ইনস্টাগ্রাম


ফেসবুকের পর এবার ভুয়া অ্যাকাউন্ট ও লাইক অপসারণ শুরু হয়েছে ইনস্টাগ্রামেও। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ কথা জানানো হয়েছে।

এ ব্লগ পোস্টে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে নেওয়া লাইক, কমেন্ট ও ফলোয়ার অপসারণে ব্যবহার করা হবে মেশিন লার্নিং প্রযুক্তি।

বর্তমানে তারকাদের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিরাও ইনস্টাগ্রামে তাদের প্রচারণা চালাতে প্রচুর অর্থ ব্যয় করছেন। এ ছাড়া কোনো ব্র্যান্ডের হয়ে প্রচারণা চালানোর জন্যও তারা এ মাধ্যমটিকে বেছে নিচ্ছেন। অর্থের বিনিময়ে সেসব ব্র্যান্ডের হয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তারকারা।

এ সুযোগ গ্রহণ করতে অনেক তারকা অর্থের বিনিময়ে ভুয়া ফলোয়ার এবং লাইক কিনছেন বলে অভিযোগ রয়েছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ।

এরই প্রেক্ষিতে এবার অভিযানে নামছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। থার্ড পার্টি অ্যাপের সহায়তা নিয়ে ফলোয়ার ও লাইক বাড়ানো হয়েছে এমন অ্যাকাউন্টগুলো শনাক্ত করে সেখান থেকে অবৈধ লাইক ও ফলোয়ার অপসারণ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রাম বলছে, থার্ড পার্টি অ্যাপগুলো কমিউনিটি গাইডলাইন এবং নীতিমালার লঙ্ঘন করছে।

এ ছাড়া কোনো কোনো ব্যবহারকারী ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্য ছাড়াও অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকলে তাকেও নোটিফিকেশনের মাধ্যমে অবহিত করা হবে।

এ পদক্ষেপের কারণে কী পরিমাণ ফলোয়ার কমবে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি ইনস্টাগ্রাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১