বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০১৮

মাদক ও জুয়ার বিরুদ্ধে ফুলপুর ওসির যুদ্ধ ঘোষণা

মাদক ও জুয়ার বিরুদ্ধে ফুলপুর ওসির যুদ্ধ ঘোষণা ছবি : বাংলাদেশের খবর


মাদক ও জুয়ার বিরুদ্ধে ময়মনসিংহের ফুলপুর ওসি মুহাম্মদ বদরুল আলম খান যুদ্ধ ঘোষণা করেছেন। যোগদানের মাত্র ১০ দিনের মাথায় ফুলপুরে স্মরণকালের সেরা এসি ব্ল্যাক ভারতীয় ৮০ বোতল মদের চালান তিনিই আটক করেন।

এরপর গত মঙ্গলবার রাতে উপজেলার চরনিয়ামত গ্রাম থেকে মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ফিরোজ মিয়া (৩৫) ও গুপ্তেরগাঁও গ্রামের আকবর আলীর ছেলে শফিকুল (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫৯ পিস ইয়াবাসহ তার নেতৃত্বেই আটক করে পুলিশ। একই রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকেও আটক করা হয়েছে।

ওসি মুহাম্মদ বদরুল আলম খানের নেতৃত্বে আটককৃত ওইসব জুয়াড়ীরা হলো, উপজেলার বওলাকান্দা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫), মৃত সাইফুল ইসলামের ছেলে দীন ইসলাম (৩০), রুস্তম আলীর ছেলে আজহারুল ইসলাম (২০) ও দীন ইসলাম (৩৫), রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর মিয়া (১৮), গোদারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সেলু মিয়া (৪০), জুবেদ আলীর ছেলে মিরাজ আলী (৬০), ফজলুল হকের ছেলে মনজুরুল হক (৩৮) ও চরকাজিয়াকান্দা গ্রামের মোহন লাল চৌহানের ছেলে শ্রী চন্দন লাল চৌহান (৩০)। ওসি মুহাম্মদ বদরুল আলম খান বলেন, মদ-জুয়ার সাথে কোন আপস নেই। এদের বিরুদ্ধে যুদ্ধ, যুদ্ধ ঘোষণা করা হলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১