বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৮

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহর ইন্তেকাল

সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ সংগৃহীত ছবি


কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জিএম রহিম উল­াহ মারা গেছেন। আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের হোটেল সাগরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।

সাগরগাঁওয়ের ব্যবস্থাপক ও জিএম রহিম উল­াহর শ্যালক শাহেদুল ইসলাম জানান, জিএম রহিম উল­াহ মাঝে মাঝে হোটেল সাগরগাঁওয়ে এসে রাত যাপন করতেন। সোমবার রাতেও এসে হোটেলের চার তলার ৩১৬ নং কক্ষে ঘুমাতে যান। নিয়মিত তিনি সকালে হোটেলের বয়দের ফোন করে নাস্তা আনাতেন। কিন্তু আজ মঙ্গলবার তিনি তা করেননি। দুপুর ২টা পর্যন্ত ঘুম থেকে উঠেননিও। হোটেল বয়রা কয়েকবার গিয়ে দরজা ধাক্কা দিয়েছেন। কিন্তু কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে শাহেদুল ইসলাম এসেও দরজা ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে ভ্যান্টিলেটর দিয়ে উঁকি মেরে দেখেন- জিএম রহিম উল­াহ উপুড় হয়ে ঘুমিয়ে আছেন। এরপর ২টা ৪০ মিনিটে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখা তিনি মারা গেছেন।

জিএম রহিমুল­াহ কক্সবাজার সদরের ভারুয়াখালীর বানিয়াপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক।

এদিকে জিএম রহিম উল­াহর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে বিপুল মানুষ হোটেল সাগরগাঁওয়ের সামনে ভিড় করে। আজ সকাল ১০ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১