আপডেট : ২০ November ২০১৮
কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার বছরের এক শিশু আহত হয়েছে। সোমবার দিবাগত মধ্য রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ছুরিকাঘাত করে ওই দুর্বৃত্ত। আহত শিশুর নাম নাভা। তার বাবা মঈনুল ইসলাম মাসুদ কুয়েত প্রবাসী। তাদের গ্রামের বাড়ি কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামে। নাভার চাচা সোহেল রানা মামুন জানান, রাত আনুমানিক একটায় এক দুবৃত্ত ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় নাভার মা তাহমিনা টের পেয়ে চিৎকার করে। তাৎক্ষণিক তাকে প্রথমমে ব্রাহ্মণবাড়িয়া ও পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা শিশুটিকে অপারেশন করলেও তার এখনো জ্ঞান ফেরেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১