আপডেট : ২০ November ২০১৮
সার্চ রেজাল্টে ব্যবহারকারীদের মন্তব্য যুক্ত করার নতুন একটি ফিচার আনছে গুগল। এসব মন্তব্য অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পারবেন। সার্চ ইঞ্জিন জার্নাল নামক একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এ তথ্য প্রকাশ করেছে। ফিচারটি এখনো চালু করা না হলেও গুগল সাপোর্ট সেন্টারের একটি ডকুমেন্টে বলা হয়েছে কীভাবে এটি ব্যবহার করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের মতো সার্চ রেজাল্টের পেজে করা মন্তব্যে অন্যান্য ব্যবহারকারীরা লাইক কিংবা ডিজলাইক দিতে পারবেন। হেল্প ডকুমেন্টে বলা হয়েছে, মন্তব্য করার ক্ষেত্রে গুগলের কমিউনিটি পলিসি অনুসরণ করতে হবে। সংঘাতমূলক মন্তব্য প্রকাশ করা হবে না বলেও উল্লেখ রয়েছে এতে। মন্তব্য করার ক্ষেত্রে গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকতে হবে। ব্যবহারকারী চাইলে তার মন্তব্য অপসারণও করতে পারবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১