বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৮

টেস্ট দলে সাদমান

সাদমান ইসলাম সংগৃহীত ছবি


ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নান্দনিক ব্যাটিং করে বাংলাদেশ টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সাদমান ইসলাম। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে তিনি করেছেন ৭৩ রান। ১৬৯ বলের ইনিংসে সাদমান হাঁকিয়েছেন ১০ চার ও এক ছক্কার মার। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি ড্র হওয়ার পরই সাদমানের জন্য আসে সুখবর। ১৪তম সদস্য হিসেবে ঢুকে পড়েন বাংলাদেশের টেস্ট দলে। গত শনিবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার পরই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আভাস দিয়েছিলেন, চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচের দলে কেউ ভালো করলে টেস্টে সুযোগ পেতে পারেন। সেই সুযোগটা ভালোমতোই নিলেন সাদমান। প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।

প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সই নয়, গত কিছুদিন মোটামুটি সব পর্যায়ে পারফর্ম করেছেন সাদমান। সদ্য সমাপ্ত জাতীয় লিগে সর্বোচ্চ রান স্কোরার তিনি, ৬৪.৮০ গড়ে করেছেন ৬৪৮ রান। দুইয়ে থাকা তুষার ইমরানের চেয়ে করেছেন ১৩০ রান বেশি। লিগে এবার ১ হাজার ১১৫ বল খেলেছেন, ১ হাজার বলও খেলতে পারেননি আর কেউ।

এবার লিগের প্রথম ম্যাচে স্বাদ পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম দেড়শ রানের। সেই ১৫৭ রান ছাড়িয়ে পরের ম্যাচেই করেছিলেন ১৮৯। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায় পার হয়ে জাতীয় দলে এলেন সাদমান। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। সেই টুর্নামেন্টে রানের তালিকায় দুই ও তিনে থাকা ইমাম-উল-হক ও এইডেন মারক্রাম এখন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত মুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১