বাংলাদেশের খবর

আপডেট : ১৯ November ২০১৮

ব্যারিষ্টার আশরাফের ওপর সন্ত্রাসীদের হামলা

আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন আশরাফ ছবি : বাংলাদেশের খবর


আগামী জাতীয় সংসদ নির্বাচনের সতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার এম আশরাফ গতকাল সোমবার বেলা ১.৪৫ মিনিটের সময় সলিমাবাদ ব্রিজের কাছে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। টাংগাইলের নাগরপুরে ব্যারিষ্টার এম আশরাফ সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আংশ নেয়ার জন্য উপজেলার সলিমবািদ ইউনিনের বিভিন্ন গ্রামে ৪ হাজার জন-সাধারনের স্বাক্ষর সংগ্রহের জন্য গেলে ওই সন্ত্রাসীদের আক্রমনের মুখে পড়েন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কার ভাংচুর ও তাকে মারধর করে সন্ত্রাসীরা।

ব্যারিষ্টার বলেন, বিপ্লব, সম্রাট, কে বিসহ টিটু সাহেবের টি-সার্ট পরিহিত প্রায় শতাধিক যুবক তাকে এবং তার সঙ্গে থাকা লোকদের চড়-থাপ্পর, কিল-ঘুষি মারে এবং তার ব্যবহৃত প্রাইভেট কার ভাংচুর করে। মারপিটের এক পর্য়াযে তিনি প্রান রক্ষার্থে ভাংঙ্গা প্রাইভেট কার চালিয়ে গুনিপাড়া আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন। জীবন রক্ষার্থে তিনি যখন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে অভিমুখে যাচ্ছিলেন তখন তার ব্যাবহৃত গাড়ী অপর একটি সি এনজির সাথে সংর্ঘ হয়। এছাড়াও তিনি নাগরপুর থানার আফিসার ইনচার্জ এবং এসপি টাঙ্গাইলের কাছে জীবনের নিরাপত্তা চান। পরে নাগরপুর থানার পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সংবাদ লেখার সময় পর্য়ন্ত ব্যারিষ্টার এম আশরাফ এ ব্যাপারে নাগরপুর থানায় এজহার লিখছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১