বাংলাদেশের খবর

আপডেট : ১৯ November ২০১৮

ছাত্রজীবনে আয় করার উপায়


কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক। বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনার বাইরে অন্য কিছু চিন্তা করেন না। ছাত্রজীবনের সব খরচ পরিবারের, তাই উপার্জনের জন্য কোনো চাপ থাকে না। এমনকি দশ টাকা আয় করারও চেষ্টা করেন না। অথচ বিশ্বের উন্নত দেশগুলোতে ১৮ বছর হলেই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি যাবতীয় খরচ বহন করতে হয়। এজন্য পড়াশোনার পাশাপাশি ছোট-বড় নানা ধরনের কাজে নিজেদের সম্পৃক্ত রাখেন বাইরের দেশের শিক্ষার্থীরা। এতে তাদের মান-সম্মান চলে যায় না; বরং নিজের উপার্জিত টাকা খরচ করে অন্যরকম একটা তৃপ্তি খুঁজে পান তারা।

আমাদের শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের যৌবনের অর্ধেক সময় চলে যায় পড়াশোনা করতেই। তারপর চাকরি খুঁজতে আর ইন্টারভিউ দিতে দিতে জুতা ক্ষয় হয় অনেকের। চাকরি যেন সোনার হরিণ। কেউ পায়, কেউ পায় না। মাঝের সময়টায় অনেকেই বেকারত্বের হতাশায় ভোগেন। এজন্য ছাত্রজীবন থেকেই পড়াশোনার পাশাপাশি অন্য বিষয়ে পারদর্শিতা অর্জন করা উচিত। একটু কষ্ট করলেই কীভাবে একজন শিক্ষার্থী আয় করতে পারবেন, আজকের আর্টিকেলটির মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করলাম...

টিউশন : শিক্ষাদান মহৎ পেশা। ছাত্র অবস্থায় আয় করার সবচেয়ে ভালো উপায় হলো টিউশনি। এতে আপনার সময় নষ্ট হবে কম, পাশাপাশি অব্যাহত থাকবে পড়াশোনার চর্চা। যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকে, তাহলে আপনি ছাত্রদের শিক্ষাদানের পাশাপাশি আয় করতে পারবেন। তবে শিক্ষার নামে ছাত্রদের সঙ্গে কখনো অর্থবাণিজ্য করবেন না। শিক্ষকতা পেশা সম্পর্কে ছোটখাটো একটা ট্রেনিং হয়ে যাবে আপনার।

আউটসোর্সিং : অনলাইলে কাজ করে আয় করা শুনতে যতটা সহজ ততটা কঠিন কাজ করতে। পড়াশোনার পাশাপাশি অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করে ছাত্রজীবনে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে কোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে। খেয়াল রাখতে হবে পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। এসব কাজ মূলত অনলাইনকেন্দ্রিক। ডাটা এন্ট্রি, ভিডিও-ফটো এডিটিং, ওয়েবসাইট তৈরি, কম্পোজ ও গ্রাফিকসসহ বিভিন্ন ধরনের কাজ আপনার জানা থাকলে আউটসোর্সিংয়ে যুক্ত হতে পারেন।

ইউটিউবিং : বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের তরুণরাও আগ্রহী হয়ে উঠছে ইউটিউবিংয়ে। আপনিও ইউটিউবে চ্যানেল খুলে নিজের বিচক্ষণ ক্ষমতা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারেন। তবে এটা অনেক ধৈর্যের কাজ। একদিনে সফলতা পাওয়া যাবে না। যে বিষয়ে ঝোঁক আছে, তার ওপর ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারেন। নিয়মিত মূল্যবান কনটেন্ট বানাতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার চ্যানেলটি থেকে আয় করতে পারবেন। 

লেখালেখি : আপনি লিখতে ভালোবাসেন। তাহলে বিভিন্ন পত্রিকা বা নিউজ পোর্টালে নিয়মিত লেখালেখির চেষ্টা করতে পারেন। তাছাড়া ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে যুক্ত হতে পারেন। আপনার প্রকাশিত লেখার বিনিময়ে পত্রিকা থেকে বিশেষ সম্মানী পেতে পারেন।

পার্টটাইম চাকরি : বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পার্টটাইম চাকরি দিয়ে থাকে। এতে করে প্রতিষ্ঠান ও শিক্ষার্থী দুজনই আর্থিকভাবে লাভবান হয়। পার্টটাইম জব পাওয়া অত্যন্ত কষ্টকর। তারপরও আপনার সিভি বিভিন্ন প্রতিষ্ঠানে ড্রপ করতে পারেন। যেমন- বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি খুব জনপ্রিয়তা লাভ করেছে। একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি চাইলে বিভিন্ন রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করে আয় করতে পারেন।

কলসেন্টার : কলসেন্টার জব এখন শিক্ষার্থীদের কাছে উপার্জনের জনপ্রিয় একটি মাধ্যম। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি আদর্শ চাকরি। ভয়েস কলের মাধ্যমে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়াই এই চাকরির মূল কাজ। শিক্ষার্থীরা সুবিধামতো দিন-রাত শিফট ভাগ করে নিজের কাজ করতে পারেন।

ফটোগ্রাফি : বর্তমানে ভালো একজন ফটোগ্রাফারের চাহিদা ব্যাপক। আপনার যদি ক্যামেরা থাকে, ভালো ছবি তুলতে পারেন তাহলে বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি করে আয় করতে পারেন। প্রয়োজনে একটা ফটোগ্রাফি কোর্সও করে নিতে পারেন। 

এ ছাড়া অনেক উপায় রয়েছে, যার মধ্য দিয়ে ছাত্রজীবনেই আয় করা সম্ভব। যেমন ধরুন, আপনি ইভেন্ট ম্যানেজমেন্টে ভালো। চাইলেই আপনি ৭-৮ দিন কাজ করে আয় করতে পারবেন। মোট কথা আপনার যে কাজটি ভালো লাগে এবং পর্যাপ্ত ধারণা রয়েছে, সেই কাজটি করতে চেষ্টা করুন। তাহলে ছাত্রজীবন থেকেই আপনাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১