বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০১৮

ইবির ‘ডি’ ও 'সি' ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক সংগৃহীত ছবি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘সি‘ ও 'ডি' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে প্রশাসন ভবনের উপাচার্যের কার্যালয়ে দুই ইউনিটের সমন্বয় কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন।

জানা যায়, এ বছর ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করে ৭ হাজার ১৫২ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৯৬৪ জন। পাস করে ৩০৫ জন। অর্থাৎ পাসের হার ৫.১১ শতাংশ। 

এছাড়া ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করে ১৮ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৭৩৮ জন। পাস করে ৫৩১ জন। মোট পাসের হার ৫.৮৪ শতাংশ।

ফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ উভয় অনুষদভুক্ত বিভাগের সভাপতিবৃন্দ। ফলাফলসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১