আপডেট : ১৮ November ২০১৮
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন একের পর এক নচযুক্ত স্মার্টফোন বাজারে আনছে, তখন শার্প আনল দুই নচের একটি স্মার্টফোন। ফোনটির ডিসপ্লের উপরে তো নচ থাকছেই, নচ থাকছে ডিসপ্লের নিচের দিকেও। অ্যাকুওস আর২ কমপ্যাক্ট মডেলের এ স্মার্টফোনটির উপরের নচে আছে ফ্রন্ট ক্যামেরা এবং নিচের নচে স্থাপন করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে আছে ২২৮০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে। এ ছাড়া আছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ স্পেস। অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড এখন দুটি রিয়ার ক্যামেরা ব্যবহার করলেও এ ফোনটিতে একটি রিয়ার ক্যামেরাই থাকছে। ২২ দশমিক ৬ মেগাপিক্সেলের এ রিয়ার ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৯। এ ছাড়া আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে আছে ২ হাজার ২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। আগামী বছরের জানুয়ারিতে এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে শার্প। তবে জাপানের বাইরে অন্যান্য দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১