আপডেট : ১৮ November ২০১৮
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন করার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এনএসএর সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা স্নোডেন বলেন, সত্যিই যদি অভিযোগ গঠন করা হয় তবে তা হবে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে কণ্ঠরোধ করার শামিল। খবর বিবিসি। স্নোডেনের ফ্রিডম অব প্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতেও অ্যাসাঞ্জের সম্ভাব্য বিচারের নিন্দা জানানো হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন ২০১৩ সালে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে চলে আসে নিজ দেশের নাগরিকদের ওপর গোয়েন্দা নজরদারির ভয়াবহ চিত্র। তথ্য ফাঁসের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া জেলা আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের নথি ভুল করে ফাঁস করেন প্রসিকিউটররা। ওই খবর প্রকাশের পর ফ্রিডম অব প্রেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ট্রেভর টিম এক বিবৃতিতে বলেন, নথি প্রকাশের ঘটনায় উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। অ্যাসাঞ্জকে পছন্দ বা ঘৃণা যাই করেন না কেন, গুপ্তচরবৃত্তির যে তত্ত্বে তাকে অভিযুক্ত করতে চাওয়া হচ্ছে তাতে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য সংবাদমাধ্যমের হাজার হাজার রিপোর্টারের ওপর হুমকি তৈরি হতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১