বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০১৮

পরিবর্তনের ২৯তম পর্ব আজ


বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’র ২৯তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পর্বে থাকছে ২টি গানসহ মোট ১৬টি পরিবেশনা। একটি গান গেয়েছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী লাবণ্য। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

গিটারের জাদুকর ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু আজ থেকে ঠিক এক মাস আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তার গাওয়া ৫টি জনপ্রিয় গানের সমন্বয়ে জাহিদ বাশার পঙ্কজের নতুন কম্পোজিশনে এই প্রজন্মের ৪ জন কণ্ঠশিল্পী শুভ, তানভীর তারেক, কর্ণিয়া ও বৃষ্টির কণ্ঠে থাকছে ১১ মিনিটের একটি পরিবেশনা। চন্দন সিনহা ও সিঁথি সাহার গাওয়া একটি রোমান্টিক দ্বৈত গানের সঙ্গে নৃত্য কথার সহশিল্পীদের নিয়ে পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি লিখন ও নাদিয়া। এ ছাড়া প্রতিবারের মতো এবারো পর্বে থাকছে দর্শক পর্ব ও বিভিন্ন বিষয় নিয়ে নাট্যাংশ।

নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন দিলু খান, মামুনুল হক, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বিএম আজাদ, মনা সিদ্দিক হূদয়, উত্তম, ফারুক মল্লিক, কাজী উজ্জ্বল, সৈয়দ আল মামুনসহ নিয়মিত শিল্পীরা। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’র পরিকল্পনা, গ্রন্থনা, নির্দেশনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১