আপডেট : ১৭ November ২০১৮
রংপুরের পীরগঞ্জে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি বৈশাখী উৎসব ভাতা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর আয়োজনে গুলশান মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় গুলশান মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। কছিমন নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক এটিএম জওয়হের আলী প্রধান, বেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, শিক্ষক সমিতির সহ- সভাপতি রাশেদুন্নবী তালুকদার, সাধারণ সম্পাদক আবু আযাদ বাবলু প্রমুখ।বক্তারা দীর্ঘদিনের প্রতিক্ষিত দাবী বর্তমান সরকার মেনে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১