আপডেট : ১৭ November ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো টেস্ট দলে যায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। জায়গা করে নিয়েছেন সৌম্য সরকারও। আঙুলের পুরোনো চোটের কারণে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দুই সিরিজেই থাকতে হয়েছে দর্শক হয়ে। তবে ইনজুরি কাটিয়ে দিন তিনেক আগে ব্যাটিং অনুশীলন শুরু করেন তিনি। কিন্তু ও. ইন্ডিজ সিরিজে সাকিবের ফেরার সিদ্ধান্তটি সাকিব, ফিজিও ও চিকিৎসকদের উপর ছেড়ে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচকরা অবশ্য আভাস দিয়েছিলেন সাকিবের প্রথম টেস্ট থেকেই দলে থাকার। শেষ পর্যন্ত দর্শকদের জন্য স্বস্তির খবরই মিলল। প্রথম টেস্টে থেকেই পাওয়া যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। নতুন করে চোটে পড়া তামিম ইকবাল যে ফিরছেন না তা নিশ্চিত হওয়া গিয়েছিল আগের দিনই। তাই তামিমকে বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে দল। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টটি শুরু হবে ২২ নভেম্বর। তার ঠিক আগের দিনই শুরু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্টের জন্য টেস্ট দলটি ১৩ সদস্যের করা হয়। যাতে বাড়তি দুজন ক্রিকেটার সুযোগ পান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার। ১৩ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১