আপডেট : ১৭ November ২০১৮
যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুরের একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ টাকা উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত টাকাগুলো হুন্ডির টাকা। এগুলো ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা বিজিবির। গতকাল শুক্রবার সকালে বেনাপোলের সাদীপুর পোঁতাপোস্ট এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে চোরাই পথে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে ওই বাঁশবাগানে অবস্থান করছে। এমন সংবাদে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের ল্যান্স নায়েক নুর আলম সিদ্দিকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। পরে সেখানে একটি ব্যাগ থেকে ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১