আপডেট : ১৬ November ২০১৮
ফরিদপুরের মধুখালীতে ৩০ হাজার মার্কিন ডলারসহ ডলার পাচারকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। মধুখালী থানার ওসি ( তদন্ত) মো. সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের উপ পরির্শক মো হাবীবুর রহমান ফোর্সসহ ঢাকা খুলনা মহাসড়কের কামারখালী টোল প্লাজা এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব-১৪-৪৯৬৫) যাত্রিবাহী পরিবহনে বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশী চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ ডলার পাচারকারী চক্রের সদস্য মো. আফসার কবিরাজ (৪০) কে আটক করেছেন । সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মো. আনোয়ার কবিরাজের ছেলে। সে অভিনব কায়দায় দু’পায়ে পরা চামড়ার স্যান্ডেলের ভিতরে লুকিয়ে রেখেছিল ডলার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১