আপডেট : ১৬ November ২০১৮
গাজীপুরের কালীগঞ্জে মুনসুর আলী (৪২) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর ছৈলাদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটjকৃত মুনসুর উপজেলার জামালপুর ইউনিয়নের চর ছৈলাদী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুনসুর দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সে কাপাসিয়া থানার একটি হত্যা মামলার (নং- ১৮(৬)০৮) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তিনি আরো জানান, ওই সাজাপ্রাপ্ত আসামী মুনসুর ছাড়াও একই রাতে মাদক ও গ্রেফতারি পরোয়ানাসহ আরো ৮ জনকে আটক করে থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১