আপডেট : ১৬ November ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে আওয়ামী লীগ এগিয়ে এটা বুঝতে পেরেই তারা বেপরোয়া হয়ে নাশকতা সৃষ্টি করছে। শুক্রবার (১৬ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, 'আসলে জনসমর্থনের যে পারদ সেখানে তাদের অবস্থান একেবারে নিচের দিকে। এটা তারা বুঝতে, জানতে ও অনুধাবন করতে পেরেছে। এজন্য হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে এবং বেপরোয়া বক্তব্য রেখেছেন।' তিন আরো বলে, ‘আমরা ছয় মাস আগেও যেসব জায়গায় পিছিয়ে ছিলাম, এই মুহূর্তে সেই নির্বাচনী এলাকাগুলোতেও এগিয়ে রয়েছি।’ প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন কবে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন আগামী দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে। এক সপ্তাহের মধ্যে অ্যালায়েন্সের (জোট) সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আমাদের বিশ্বাস বিজয়ের মাসে আওয়ামী লীগের বিজয় হবে। ’ নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জেতার সম্ভাবনা আছে এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। হারের রিস্ক আমরা নেবো না। কারণ আমরা আমাদের প্রতিপক্ষকে এতো দুর্বল মনে করছি না।’ নাশকতা নিয়ে এক প্রশ্নে জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনপ্রিয়তায় অনেক এগিয়ে আছে বলেই সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে।’ এসময় দলের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১