আপডেট : ১৬ November ২০১৮
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাহসিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে এবং একই পরিবারের চারজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধলপুরের আউটফল সিটি করপোরেশন কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- দগ্ধরা হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০), একই বিল্ডিংয়ের দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সুমনের নিকটাত্মীয় আব্দুর রউফ জানান, সকালে হঠাৎ বিকট শব্দে গ্যাসের লাইনে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। তারা দ্রুত দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। দগ্ধদের সঙ্গে যারা এসেছেন তারা একজন নিহত হওয়ার ব্যাপারে বলেন, তারা তাড়াতাড়ি হাসপাতালে এসেছেন। তারাও শুনেছেন একজন মারা গেছে। কিন্তু বিস্তারিত কিছু বলতে পারেনি তারা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ধলপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর আউটফল আবাসিক এলাকার কোয়ার্টারে থাকতেন তারা। তারা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের বিস্তারিত পরিচয় জানতে চেষ্টা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১