বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০১৮

'ধানের শীষ' নিয়ে নির্বাচনে লড়বে ঐক্যফ্রন্ট


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে ভোটের মাঠে লড়াই করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট আমরা সবাই একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।’

জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে আসন বণ্টন হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘হয়নি। তবে আমরা একটা যাত্রা শুরু করেছি। আমাদের সবার মার্কা হবে ধানের শীষ।'

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরো অংশ নেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১