বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০১৮

নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলা অনিশ্চিত : পাপন

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংগৃহীত ছবি


নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খেলা নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই তথ্য জানান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাশরাফি খেলবেন কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি খেলবেন এটা নিশ্চিত। তবে সুযোগ হলে এই সিরিজেও খেলতে পারে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মনোনয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, সাকিব তো আরো চার পাঁচ বছর খেলবে। এ জন্য মনোনয়ন নেয়নি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ায় লক্ষে গত ১১ নভেম্বর নড়াইল-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি বিন মর্তুজা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১