বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০১৮

নতুন সাড়ে ৩ লাখ রোহিঙ্গাকে কলেরা টিকা দেওয়া হবে

নতুন সাড়ে ৩ লাখ রোহিঙ্গাকে কলেরা টিকা দেওয়া হবে সংরক্ষিত ছবি


রোহিঙ্গা শিবিরে চতুর্থ রাউন্ডে আরো ৩ লাখ ২৮ হাজার ৫৫৬ জনকে কলেরা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ। আগামী ১৭ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়িতে অবস্থান করা রোহিঙ্গাদের এ টিকা খাওয়ানো হবে। ওইসব এলাকার আশপাশের ঝুঁকিপূর্ণ ১ লাখ ৩ হাজার ৬০৫ জন স্থানীয় লোকজনও ক্যাম্পেইনের আওতায় রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে গতকাল বুধবার বিকালে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয়, টিকাদান ক্যাম্পেইন আয়োজন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ। আগামী ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ কলেরা টিকা ক্যাম্পেইন চালু করা হবে।

সিভিল সার্জন আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা মায়নুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উচাপ্রু মার্মা, সিভিল কার্যালয়ে কো-অর্ডিনেটর ডা. জামশেদুল করিম। সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সিরাজুল ইসলাম সবুজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১