বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০১৮

ভয়াল ১৫ নভেম্বর আজ

ঘূর্ণিঝড় ‘সিডরের’ ১১তম বার্ষিকী

ভয়াল ১৫ নভেম্বর আজ সংরক্ষিত


আজ ভয়াল ১৫ নভেম্বর। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘সিডর’ আঘাত হানে বাংলাদেশের উপকূলীয় এলাকায়। প্রায় ২৬০ কিলোমিটার গতিতে আঘাত হানা সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মৃত্যুপুরীতে পরিণত হয় বরিশাল ও খুলনা বিভাগের অনেক জেলা। কয়েক হাজার মানুষসহ কয়েক লাখ গৃহপালিত পশুর প্রাণ কেড়ে নেয় বঙ্গোপসাগরে সৃষ্ট এ যাবৎকালের সর্বাপেক্ষা শক্তিশালী ঘূর্ণিঝড়টি।

এই সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের ৩০টি জেলা। ২৬০ কিলোমিটার বেগের বাতাস আর ২০ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস মুহূর্তের মধ্যে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, লক্ষ্মীপুরকে পরিণত করে মৃত্যুপুরীতে।

ঝড়ে ১০ হাজারের বেশি মানুষ মারা যায়। গবাদিপশু মারা যায় ১৭ লাখ ৮৭ হাজার ৫০৭টি। ৩০টি জেলার ২০০ উপজেলার প্রায় ২১ লাখ পরিবারের ৮৯ লাখ ২৩ হাজার ২৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয় নানাভাবে। ক্ষতিগ্রস্ত হয় ১৬ হাজার ৯৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৮ লাখ ৭২ হাজার হেক্টর জমির ফসল, ১৫ লাখ ১৮ হাজার ৯৪২টি বাড়ি, ৮ হাজার ৭৫ কিলোমিটার সড়ক এবং ৩ হাজর ৫৬২ কিলোমিটার বেড়িবাঁধ। ১১ বছর আগে ২০০৭ সালের সেই ভয়াবহ স্মৃতি আজো ভুলতে পারেনি উপকূলবাসী। সহায়সম্বল ও স্বজন হারানো মানুষগুলো ফিরে যেতে পারেনি তাদের স্বাভাবিক জীবনে। আজো সিডরে উড়িয়ে নেওয়া ঘরটি নতুন করে বানাতে পারেনি অনেকে। এখনো সংস্কার হয়নি বিধ্বস্ত অনেক সড়ক, বাঁধ ও আশ্রয়কেন্দ্র।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১