বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০১৮

ক্যারেটপ্রতি দামে বিশ্বরেকর্ড

হীরার দাম ৪১৭ কোটি টাকা

প্রায় ১৯ ক্যারেটের গোলাপি রঙের হীরকখণ্ড ছবি : ইন্টারনেট


উনিশ ক্যারেটের বড়সড় একটি হীরা সম্প্রতি রেকর্ড দামে বিক্রি হয়েছে। পিংক লিগেসি নামের গোলাপি আভার হীরাটি বিক্রি হয়েছে ৫০ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪১৭ কোটি টাকার বেশি। বিবিসির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার জেনেভায় নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি প্রায় ১৯ ক্যারেটের গোলাপি রঙের হীরকখণ্ডটি ওই দামে বিক্রি করে। ক্যারেটের হিসাবে বিক্রির দিক দিয়ে এই দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রতি ক্যারেটের দাম পড়েছে ২ দশমিক ৬৩৭ মিলিয়ন ডলার।

গোলাপি হীরার মধ্যে এর আগে ২০১৭ সালে ৫৯ দশমিক ৬ ক্যারেটের পিংক স্টার নামের একটি হীরা সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। হংকংয়ে সোদাবাই’সের নিলামে সেটির দাম উঠেছিল ৭১ দশমিক ২ মিলিয়ন ডলার বা ৫৯৪ কোটি ২১ লাখ ৭৪ হাজার টাকা। ওই বছরই হংকংয়ে ক্রিস্টিসের নিলামে ১৫ ক্যারেটের পিংক প্রমিজ নামের একটি হীরা বিক্রি হয় সাড়ে ৩২ মিলিয়ন ডলারে, যা এত দিন ছিল ক্যারেটপ্রতি সর্বোচ্চ দামের রেকর্ড।

পিংক প্রমিজ-এর প্রতি ক্যারেটের দাম পড়ে ২ দশমিক ১৭৬ মিলিয়ন ডলার। তবে পিংক লিগেসি সেই রেকর্ড ভেঙে এবার প্রতি ক্যারেট ২ দশমিক ৬৩৭ মিলিয়ন ডলারে বিক্রি হলো।

এ বিষয়ে ক্রিস্টিস ইন্টারন্যাশনালের অলঙ্কার বিভাগের প্রধান রাহুল কাদাকিয়া জানান, হীরাটি যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ড হ্যারি উইনস্টন কিনে নিয়েছে। তারা গোলাপি হীরাটির নতুন নাম দিয়েছে উইনস্টন পিংক লিগেসি।

কাদাকিয়া জানান, ‘পিংক লিগেসি’কে রঙের উজ্জ্বলতার দিক দিয়ে সর্বোচ্চ মানের বলা হচ্ছে। লাখের মধ্যে একটি এমন মানের হীরা পাওয়া যায়। এই হীরাটি আকারের দিক দিয়েও বিরল। ১০ ক্যারেটের বেশি হীরার কথা প্রায় শোনাই যায় না।

তিনি বলেন, এটা খুবই বিশেষ ধরনের হীরা। গোলাপি হীরার আকার ও রঙে এটা সবচেয়ে ভালোগুলোর একটি। এই হীরার ক্যারেটপ্রতি দাম বিক্রির দিক দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১