বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৮

পীরগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জে নবাগত ইউএনও টি এম এ মমিনের সঙ্গে সাংবাদিকরা ছবি: বাংলাদেশের খবর


পীরগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি এম এ মমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ বুধবার বিকেলে ইউএনও’র সেমিনার রুমে ওই মতবিনিময় হয়।

এ সময় বক্তব্য রাখেন, খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহেল বাকী, প্রেসক্লাবের আহ্বায়ক যুগের আলো প্রতিনিধি মোকসেদ সরকার, বিডি নিউজের প্রতিনিধি হাসান আলী প্রধান, সাপ্তাহিক সমকালীন বার্তা ও যুগান্তর প্রতিনিধি গোলাম কবির বিলু, আকতারুজ্জামান রানা (বাংলাদেশের খবর ও জাগোবাহে২৪.কম এর চেয়ারম্যান), মামুনুর রশিদ মেরাজুল (ক্রাইমভিশন২৪ডটকম’র রংপুর ব্যুরো চীফ), বখতিয়ার রহমান (দিনকাল), মসফিকুর রহমান পল্টন (মাতৃছায়া), রেজাউল করিম (তৃতীয়মাত্রা) সহ আরও অনেকে।

বক্তারা পীরগঞ্জের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে বলেন, পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ী। এখানে জনগণের জন্য উন্নয়নমুখী কর্মকাণ্ড গ্রহন করা উচিত।

এ জন্য উপজেলা প্রশাসনকে আরও সক্রিয় ভুমিকা নিয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করতে হবে। ইউএনও টি এম এ মমিন সাংবাদিকদেরকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পত্রিকায় তুলে ধরার আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১