আপডেট : ১৪ November ২০১৮
‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ এ শ্লোগানে কুমিল্লা কর অঞ্চলের আওতাধীন চাঁদপুর কর অফিসের আয়োজনে ৪ দিনব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশানার মো. মাহমুদুল হাসান ভুঁইয়া সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি এস.এম.এ. কুদ্দুছ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফারুক। মেলায় ১৩টি স্টলের মাধ্যমে চাঁদপুর কর অঞ্চলের সেবা দেয়া হচ্ছে। বক্তারা বলেন, চাঁদপুর জেলার ৩৩ হাজার ৩শ ৯৯জন করদাতা রয়েছেন। তারা ২০১৭-১৮ অর্থ বছরে ৭৩ কোটি টাকা কর প্রদান করেছেন। গত ৪ মাসে আদায় হয়েছে ৪ কোটি টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১