বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৮

মদ না দেওয়ায় পাইলটকে থুতু-গালিগালাজ আইরিশ যাত্রীর!

আইরিশ যাত্রীর অশোভন আচরনের চিত্র সংগৃহীত ছবি


বিমানে ভ্রমনকালে মত্ত অবস্থায় স্টুয়ার্ডের কাছে আরো মদ চাইছিলেন এক আইরিশ যাত্রী। দিতে রাজি না হওয়ায় বিমানের ভেতরেই স্টুয়ার্ডকে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ করেন তিনি। থুতুও ছেটান এয়ার ইন্ডিয়ার পাইলটের গায়ে। আইরিশ যাত্রীর উন্মত্ত আচরণের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, লন্ডনে এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের পর গ্রেফতার করা হয়েছে ওই মত্ত যাত্রীকে।

এয়ার ইন্ডিয়ার মুম্বাই-লন্ডন আন্তর্জাতিক বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ওই মহিলা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি একজন আইনজীবী। শুরু থেকেই তিনি মদ্যপান করছিলেন। তিনি বেসামাল হয়ে পড়লে সেই খবর বিমানের কম্যান্ডারের কাছে পৌঁছে দেন একজন কেবিন ক্রু। এরপর ওই মহিলা যাত্রীকে মদ দিতে নিষেধ করেন কম্যান্ডার। মদ পাওয়া যাবে না, জানতে পেরেই উন্মত্ত হয়ে পড়েন ওই আইরিশ যাত্রী। অশ্রাব্য গালিগালাজ শুরু করেন তিনি। বর্ণবিদ্বেষী ও জাতিবিদ্বেষী মন্তব্য করা শুরু করেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার কর্মী উত্তেজিত না হয়ে শান্তভাবেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। যদিও তাতে আরো উত্তেজিত হয়ে পড়েন ওই আইরিশ মহিলা। একজন পাইলটকে দেখতে পেয়ে তার গায়ে থুতুও ছেটান তিনি। সঙ্গে জারি ছিল অশ্রাব্য গালিগালাজ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার পরই গ্রেফতার করা হয় ওই বিমানযাত্রীকে। ঘটনাটি ঘটে ১০ নভেম্বর। কিন্তু ঠিক কী হয়েছিল, সেই ভিডিও সামনে এসেছে সম্প্রতি। আর আসার পরই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১