আপডেট : ১৪ November ২০১৮
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শোডাউনসহ বিএনপির কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা অবস্থান নেয়ওয়া নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দেয়ার চেষ্টা করলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে এই সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ছে। এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এসময় পুলিশের গাড়িতে আগুন দেয় বিএনপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানা ঘটে। । উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে গত সোমবার (১২ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। যার ফলে গত দু’দিন ধরে মনোনয়ন ফরম সংগ্রহ কারিদের বিএনপি কার্যালয়ের সামনে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এতে করে বিএনপি অফিসের সামনে ও তার আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়ে যানজট তৈরি হয়। যানজট নিরাশনের লক্ষে আজ বুধবার (১৪ নভেম্বর) সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দেখা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১