আপডেট : ১৩ November ২০১৮
জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর প্রথমবারের মতো নির্মিত হয়েছে ডকুড্রামা 'হাসিনা: এ ডটার'স টেল'। আগামী ১৫ই নভেম্বর চলচ্চিত্রটির প্রিমিয়ার শো শেষে ১৬ই নভেম্বর সারা দেশের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। জাতির পিতার কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী ভিত্তিক ডকু ড্রামা 'হাসিনা: এ ডটার'স টেল' একজন তুখোড় রাজনীতিবিদের মানবিক গল্প নিয়ে নির্মিত। জীবনের নানা ঘাত প্রতিঘাত কিভাবে শেখ হাসিনাকে করে তুলেছে একজন মানবিক রাজনীতিবিদ, দিয়েছে দেশবরেণ্যের সম্মাননা সেটিই ৭০ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রের মূল বিষয়। ১৫ই নভেম্বর চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হলেও ১৬ই নভেম্বর সারা দেশের ৪টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিআরআই। এক বক্তা বলেন, 'ছবিটা আওয়ামী লীগের একজন কঠিন ভক্তের ওপর কিভাবে প্রভাব ফেলবে জানি না। শেখ হাসিনার প্রতি কিভাবে এটি প্রভাব ফেলবে জানি না। তবে জানি দুজনেই ছবিটি দেখতে পারবেন। আরো একজন বক্তা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সবসময় যেভাবে দেখি সেভাবেই এটি প্রস্তুত করা হয়েছে। ছবিটি আসলে দেখতে হবে।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১