বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৮

নাটোরের সেরা করদাতা জাপার আবুল কাশেম সরকার

দীর্ঘ সময় আয়কর প্রদানকারী বিশিষ্ট ব্যবসায়ী ও নাটোর-৪ আসনের জাপা প্রার্থী আবুল কাশেম সরকারকে নাটোর জেলার সেরা করদাতা সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড ছবি : বাংলাদেশের খবর


দীর্ঘ সময় আয়কর প্রদানকারী গুরুদাসপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও নাটোর-৪ আসনের জাপা প্রার্থী আবুল কাশেম সরকারকে নাটোর জেলার সেরা করদাতা সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

জানা যায়, বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ বোর্ড অডিটোরিয়ামে (রাজশাহী) সোমবার বেলা ১১টায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নাটোর জেলার সেরা করদাতা হিসেবে নির্বাচিত আবুল কাশেম সরকারের সম্মাননা সনদ ও ক্রেষ্ট হস্তান্তর করেন তার ছেলে এ্যাডভোকেট শরিফুল ইসলাম সুমনের কাছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর-উর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) মো. আলমগীর হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মো. মনিরুজ্জামান মনি, রাজশাহী আয়কর আইনজীবি সমিতির সভাপতি মহসিন খান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার তথ্যটি নিশ্চিত করে বলেন, জেলার দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে আমাকে সম্মাননা প্রদান করায় জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আর্থিক স্বচ্ছল ব্যক্তিদের নিয়মিত কর পরিশোধ করে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশিদার হতে উদাত্ত আহবান জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১