বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৮

একসঙ্গে আসছেন মম-পূজা


জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৬ নভেম্বর। কিন্তু এ তারিখে ছবি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। চলতি মাসের শেষ শুক্রবার সারা দেশে মুক্তি পাবে ছবিটি। এমনটাই জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। রায়হান রাফি পরিচালিত এ ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারের কাজ করে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। প্রচারের অংশ হিসেবে গতকাল প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় অফিসিয়াল পোস্টার। পোস্টারে সিয়াম-পূজার সঙ্গে জাকিয়া বারী মমকেও দেখা গেছে।

‘দহন’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন জাকিয়া বারী মম ও পূজা চেরী। এ প্রসঙ্গে মম বলেন, ‘চোখের সামনেই পূজা শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছে। পোড়ামন-টু ছবিতে পূজা খুব চমৎকার অভিনয় করেছে। দহন ছবিতেও পূজা অসাধারণ অভিনয় করেছে। তাকে যে চরিত্র দেওয়া হয়েছে তাতে নিজেকে মানিয়ে নিয়েছে। পূজাকে আমি খুব স্নেহ করি। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের সুন্দর একটা সম্পর্কও হয়েছে।’

অন্যদিকে, মমর সঙ্গে প্রথম একই ছবিতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত পূজা চেরী। তিনি বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে অনেক বড় মাপের শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। মম আপু খুব ভালো একজন অভিনেত্রী এ কথায় কোনো সন্দেহ নেই। সর্বোপরি খুব ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে কাজ করার সময়টুকু আমি ভীষণ উপভোগ করেছি। খুব ভালো লেগেছে কাজ করে। তিনি আমাকে খুব সহজেই আপন করে নিয়েছেন। আমার বিশ্বাস রূপালী পর্দায় আমাদের দুজনের অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’

‘দহন’ ছবিতে আবারো সিয়াম-পূজা জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। ছবিতে ‘তুলা’ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পূজাকে দেখা যাবে ‘আয়েশা’ চরিত্রে। ‘সাংবাদিক’ চরিত্রে অভিনয় করেছেন মম। এ ছাড়া ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, রিপাসহ আরো অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১