আপডেট : ১২ November ২০১৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীর আপত্তিকর অশ্লীল ভিডিও ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী মিলন গাঙ্গুলীকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মিলন গাঙ্গুলী জামতলা ধোপাপট্টি এলাকার বৃন্দাবন গাঙ্গুলীর ছেলে। তার স্ত্রী একই থানার হরিহরপাড়া আমতলা এলাকার বাসিন্দা। স্ত্রীর অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, তিন বছর আগে মিলন গাঙ্গুলীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। এক বছর আগে শাশুড়ি ননদ ও স্বামী তাকে যৌতুকের দাবীতে বাসা থেকে বের করে দেয়। পরে ওই গৃহবধূকে বার বার বাড়ি ফিরতে বললেও ফিরেনি। পরে পূর্বে ধারণ করা সাতটি ভিডিও ওয়েবসাইটে ছড়িয়ে দেয়। তিনি জানান, মিলন গাঙ্গুলীর ল্যাপটপ থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে। ওয়েবসাইটে আপলোড করা ভিডিওগুলো মুছে ফেলার চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১