আপডেট : ১২ November ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে প্রবেশ করেছেন দলের শীর্ষ পাঁচ ৫ নেতা। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। কারাগারে যাওয়া বিএনপির নেতারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও জমির উদ্দিন সরকার। গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফনেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুইটি মামলায় খালেদা জিয়াকে ১৭ বছর জেল দিয়েছেন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১