আপডেট : ১২ November ২০১৮
টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালের মার্চে দেশের হয়ে এই কীর্তি গড়েছিলেন মুশফিক। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিলেন তিনি। গতকাল রোববার মিরপুর টেস্টের প্রথম দিনে ২৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হকের সঙ্গে ২৬৬ রানের জুটি গড়েন মুশফিক। তবে দিনের শেষের দিকে ব্যক্তিগত ১৬১ রানে মুমিনুল আউট হলেও ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন মুশফিক। আজ সোমবার দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলতে থাকেন মুশফিক। মাহমুদউল্লাহ (৩৬) ও আরিফুল (৪) আউট হওয়ার পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গী করে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। বাংলাদেশের জার্সিতে প্রথমবার ডাবল সেঞ্চুরি পাওয়ার কীর্তিটা ছিল মুশফিকের। এবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির কীর্তিটাও নিজের করে নিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৪০৭ বলে ১৬ চার ও ১ ছক্কা ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিক। এর আগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। ২০১৫ সালের মে’তে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংস খেলেন দেশসেরা এই ওপেনার। আর গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেন দেশসেরা এই অলরাউন্ডার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১