আপডেট : ১১ November ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম আজ রোববার থেকে বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। প্রথম দিনেই ৫৫৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। আজ রোববার বিকেলে বনানী অফিসে এক আনুষ্ঠানিক ব্রিফিংকালে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা জানান। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন করা না করা নির্বাচন কমিশনের এখতিয়ার। মহাজোট নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। রাজনীতির আকাশের অন্ধকার কেটে যাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহনে নির্বাচন উৎসবমূখর হবে । এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব:) খালেদ আখতার আবদুস সবুর আসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১