আপডেট : ১১ November ২০১৮
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় মোহাম্মদ সোহেল (২৬) নামে ওই বাসের চালকের সহকারীকে আটক করা হয়। রোববার ভোররাতে চট্টগ্রামে খুলশী থানার দামপাড়া থেকে বাসটি আটক করে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল। আটক সোহেল নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল মিয়াপাড়ার আবুল বাশারের ছেলে। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসেগোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালানো হয়। এ সময় ওই বাসের চালকের সহকারী সোহেলের প্যান্টের পকেট ও বাসের ভেতর থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, সোহেল কক্সবাজার থেকে নিয়মিত ইয়াবা সংগ্রহ করে সারা দেশে পাচার করতো। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে সোহেলের বিরুদ্ধে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১