বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংরক্ষিত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল সোমবার জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।  আজ রোববার বিকেলে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।

এর আগে, আজ বিকেলে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।  এছাড়া ভোট গ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে যুক্তফ্রন্টও সিইসিকে চিঠি পাঠিয়েছে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

রোববার দুপুর ১টার দিকে প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১